Aguli 12-01-2023: শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং বাজারে প্রতিদিন প্রকাশ্য জুয়ার রমরমা ব্যাবসাচলছে। বৃহস্পতিবার কোয়াইফাং বাজারে গিয়ে সংবাদমাধ্যমের গোপন কেমেরায় জুয়াখেলার চিত্রফুঁটে উঠে। সুত্রের খবর অনুযায়ী দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুলজয় রিয়াং, ফাঁড়ী থানায় সদ্য হাবিলদার থেকে প্রমোশন পাওয়া এ এস আই চেলাফ্রু মগ ও কোয়াইফাং এলাকায় নবম বাহিনীর টি এস আর এর জোওয়ানদের প্রতিমাসে মোটা অঙ্কের অর্থদিয়ে এই জুয়ার ব্যাবসা চালিয়েযাচ্ছে জুয়ারিয়া।
সুত্রের খবর অনুযায়ী জানাযায় চেলাফ্রু মগ দীর্ঘদিন দেবদারু ফাঁড়ী থানায় থাকারফলে এই ধরনের অসাধু কাজের সাথে লিপ্ত হয়েরয়েছে। রাজ্যসরকার সকল কর্মচারীদের স্বচ্ছতা বজায়রেখে কাজ করার জন্য ১২ পারসেন্ট ডি এ প্রদান করেছেন। রাজ্য সরকারের দেওয়া বেতন দিয়ে সংসার চালাতে পারছেননা বকুল জয় রিয়াং ও চেলাফ্রুর মগের মতো লোকজনেরা । উনাদের পরিবার পরিলানার জন্য সাধারন অংশের লোকজন বাজারে এসে জুয়ারিদের ফাঁদেপরে সর্বশান্ত হয়েপরেছে। লোকগুঞ্জনে শুনাযাচ্ছে এই জুয়াথেকে আদায়করা কিছু অর্থ দক্ষিন জেলার পুলিশ সুপার কুলবন্ত সিং এর নিকট যাচ্ছে। শুভবুদ্ধী অংশের লোকজন পুলিশ ও টি এস আর জোওয়ানদের এইধরনের ভূমিকায় প্রশ্ন তুলতে শুরুকরছে। এলাকার লোকজনচাইছে এই জুয়ারগ্রাহথেকে লোকজনদের মুক্তিদিতে রাজ্যসরকার সঠিক পদক্ষেপ গ্রহনকরোক। এখন দেখার বিষয় এই বিষয়ে রাজ্যসরকার ও প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।