Aguli News 12-01-2023: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭টি দোকান, ঘটনা তেলিয়ামুড়া চাকমাঘাট বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার। ঘটনাস্থলে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তর ও সি.আর.পি.এফ ৭১ ব্যাটেলিয়ানের সি কোম্পানির জত্তয়ান’রা।
ঘটনার বিবরণে জানা যায়,, অবৈধ ভাবে জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল চাকমাঘাট এলাকার জনৈক দোকানি বিশাল রঞ্জন সরকার দোকানে অবৈধ ভাবে মজুদ করে রাখতো সেগুলিকে বাঁকা পথে বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু সেই অবৈধ মজুদকৃত পেট্রোল থেকেই বৃহস্পতিবার চাকমাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে মনে করছে চাকমাঘাট এলাকার লোকজন। এতে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত ৭টি দোকান। সব মিলিয়ে ৭টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী সহ সিআরপিএফ ৭১ ব্যাটেলিয়ানের সি কোম্পানির জত্তয়ান’রা।
তবে এলাকাবাসীদের অভিযোগ ,, সুদীর্ঘ বছর ধরে চাকমাঘাট বাজার এলাকায় বিশাল রঞ্জন সরকার নামের ওই দোকানি পুলিশের চোখে ধূলো দিয়ে চালিয়ে যাচ্ছিল তার পেট্রোল বিক্রির অবৈধ বাণিজ্য। আর তেলিয়ামুড়া থানার পুলিশ ও কোন এক অজ্ঞাত কারণে ওই ব্যাক্তির দোকানে অবৈধভাবে মজুদককৃত পেট্রোল বিক্রি বাণিজ্যের ব্যাপারে কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করেনি। ফলে বিশাল রঞ্জন সরকার নামের ওই ব্যাক্তি তার অবৈধ বাণিজ্য চাঙ্গা করে তোলে। তবে যাই হোক ওই ব্যাক্তির অবৈধ পেট্রোল-বাণিজ্যের কারণে সর্ব শান্ত হতে হলো মোট ৭ দোকানি’কে।