Aguli 13-09-2022: বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ফলে মঙ্গলবার আত্মসমর্পণকারী বৈরী সংগঠন TUIRPC সকাল 9 টা থেকে খোয়াই কমলপুর জাতীয় সড়ক অবরোধ করে বসলো। এতে চরম হয়রানির শিকার হতে হয় দুদিক থেকে আসা বহু যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ পথচারীদের। আত্মসমর্পণকারী বৈরী দল এটিটিএফ, এন এল এফ টি সহ আরো কয়েকটি বৈরীদল মিলে TUIRPC এই নামে সংগঠন তৈরি করে দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন দাবি-দাওয়া রাজ্য সরকারের কাছে রাখছে বলে দাবি জানাচ্ছে।
![খোয়াই কমলপুর সড়কের বাচাইবাড়িতে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন রাস্তা অবরোধ করল 2 Screenshot 20220914 075424 WhatsApp 1](https://aguli.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220914-075424_WhatsApp-1-1024x563.jpg)
কিন্তু সরকার তাদের দাবি-দাওয়া পূরণ না করায় অবশেষে মঙ্গলবার সকাল 9 টা থেকে অবরোধে বসল আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন টিইউআইআরপিসি। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে চম্পাহাওর থানার পুলিশ। পরে দীর্ঘ ঘন্টা অবরোধ চলার পর আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের একটি প্রতিনিধি দল খোয়াই জেলাশাসকের সঙ্গে দেখা করে তাদের দাবি দাবা পাওয়ার বিষয়ে কথা বলেন। জেলাশাসকের নিকট থেকে পর্যাপ্ত আশ্বাস পাওয়ার পরই বিকেল চারটায় পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
![খোয়াই কমলপুর সড়কের বাচাইবাড়িতে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন রাস্তা অবরোধ করল 3 admin](https://aguli.in/wp-content/uploads/2024/09/manager.png)