Aguli 07-09-2022: ঘটনার বিবরনে জানাযায় মঙ্গলবার শান্তির বাজার মহকুমার অন্তর্গতর হঠাৎ বাজার এলাকায় জাতীয়সড়কে টি আর ০৩ বি ১৮০৫ নাম্বারের মালবাহী ট্রাক ও টি আর ০১ এইচ ০৪০৫ মারুতি গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে করে মারুতি গাড়ীতে থাকা শ্যামল কর ও উনার সহধর্মীনি সুসমিতা ব্রক্ষন কর গুরতর আহত হয়। জানাযায় আহত দুইজন আগরতলার আর এম এস চৌমুহনীর বাসিন্দা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থলথেকে উদ্ধারকরে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসলে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জেলা হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবি হাসপাতালে স্থানান্তরিত করে।