প্রদেশ কংগ্রেসের ডাকা ২৪ ঘন্টা বন্ধের কোনো সাড়াই পরলো না ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায়। রাস্তায় যানচলাচল থেকে দোকানপাট সবই ছিলো অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। তবে বন্ধের জেরে তেমন যাত্রী ছিলোনা গাড়ীর। উল্লেখ্য ষোল দফা দাবী নিয়ে সোমবার উত্তর,ঊনকোটি এবং ধলাই জেলায় চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দেয় প্রদেশ কংগ্রেস।
কিন্তু কুমারঘাট মহকুমা সদর এবং আশপাশের ফটিকরায়,কাঞ্চনবাড়ী সহ অন্যান্য এলাকায় বন্ধের কোনো প্রভাবই লক্ষ করা যায়নি। অন্যান্য দিনের মতোই খোলা ছিলো দোকানপাট,রাস্তায় ছিলো যানবাহন,খোলা ছিলো সরকারী-বেসরকারী অফিস কাছাড়ি। সাধারন মানুষের বক্তব্য,বন্ধের দিনে রাস্তায় ভূলেও দেখা যায়নি বন্ধ আহ্বানকারী কংগ্রেসের সমর্থকদের। বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকে বলছেন তারা বন্ধের বিষয়ে আগে কিছুই জানতেননা,রাস্তায় বেরিয়ে শুনেছেন বন্ধের ব্যাপারে।শুনুন কি বলছেন মানুষ বন্ধের প্রতিক্রিয়ায়।
এটাই আশ্চর্যের বিষয়,যেখানে সর্বভারতীয় একটা দল বন্ধ ডাকলো অথচ বন্ধের বিষয়ে জানেননা মানুষই। বিশ্বস্ত সুত্রের খবর এই বন্ধের বিষয়ে দ্বিমত রয়েছে খোদ কংগ্রেসের অন্দরেই। রিতিমতো ঘরোয়া কোন্দলে বিরজিত গোষ্ঠির ডাকা বন্ধ সম্পূর্ন ফ্লপ খেলো কুমারঘাট মহকুমায় বলে অভিমত সাধারন মানুষের।