যশস্বী প্রধানমন্ত্রী Narendra Modi জী আজ সকালে নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীকের স্তম্ভ উন্মোচন করেছেন এবং নতুন সংসদ ভবনের কাজে নিযুক্ত শ্রমিকদের সাথে কথাবার্তাও বলেন।

এই জাতীয় প্রতীকটি ব্রোঞ্জ দিয়ে তৈরি যার মোট ওজন ৯,৫০০ কেজি এবং উচ্চতা ৬.৫ মিটার।