শুক্রবার সকালে অমরপুর এসডিএম অফিসের ফুড সেকশানের একটি কক্ষে আগুন লাগে। ওই কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখে অফিসের সাফাই কর্মী দৌড়ে গিয়ে পাশের দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনে। ফলে বড়সর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় অমরপুর এসডিএম অফিস সহ পাশ্ববর্তী এলাকা ।
অগ্নিকাণ্ডে এসডিএম অফিসের ফুড সেকশানের একটি কম্পিউটার ও কিছু ফাইলপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। তাছাড়া আরও চারটি কম্পিউটার আংশিক পুরে যায় এবং গুরুত্বপূর্ণ ফাইলপত্র দমকলের ছিটানো জলে ভিজে নষ্ট হয়েছে । বৈদ্যুতিক সট্ সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে । তবে মহকুমা প্রশাসনের তরফে অগ্নিকাণ্ডের বিষটি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে এসডিএম অফিস সুত্রে জানা গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অমরপুর থেকে প্রানময় সাহার রিপোর্ট দৈনিক সংবাদ।