Tripura 13 March, 2024: এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনর উদ্যোগে বুধবার থেকে শুরু হলো১২ টি মহিলা দল কে নিয়ে আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। মূলত মহিলাদের কে ক্রিকেটের প্রতি আকর্ষণ করার জন্য এই উদ্যোগে নেওয়া হয়েছে TCA এর পক্ষ থেকে। অংশগ্রহণ কারী দলগুলোকে এবছর TCA থেকে জানিয়ে দেওয়া হয়েছিলো রাজ্যের সিনিয়র দলের খেলোয়াড়দের ৩ জন এর বেশি কোনো দলের হয়ে মাঠে খেলতে পারবে না। ফলে অন্যান্য মহিলা ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবে বলে মনে করছেন এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রতিদিন ৫ টি ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ২৪ মার্চ অনুষ্ঠিত হবে এম.বি.বি স্টেডিয়ামে। এবং ২৪ মার্চ ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হবে এম.বি.বি.স্টেডিয়ামে।
ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে জানিয়েছে এই বছর প্রায় দুই শতাধিক মহিলা ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আগামী দিন আরও মহিলা ক্রিকেটারদের এগিয়ে আনতে আরো পরিকল্পনা গ্রহণ করবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন www.tcalive.com এই ওয়েবসাইট থেকে মহিলা ক্রিকেটের রেজাল্ট গুলি সংগ্রহ করে নিবেন।

AGULI STAFF DESK