Tripura 10 March, 2024: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবিবার উদ্বোধন করেছেন আমবাসায় মধুসূদন সাহা যুব আবাস। এই যুব আবাসের উদ্বোধনের সঙ্গে একসাথে রাজ্যের খেলা ও ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর সাহা এক ধারায় পরিকল্পনা গ্রহণ করেছেন।
যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের এই যুব আবাসটি ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা। এতে প্রত্যেকটি জেলায় এ ধরনের যুব আবাস তৈরি করা হবে এবং খেলোয়াড়দের সুবিধার জন্য প্রত্যেকটি জেলাতে যুব আবাস নির্মাণ করা হচ্ছে।
রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে চলছে এবং রাজ্য স্তরীয় ও খেলা গুলি রাজধানী ভিত্তিক না করে প্রত্যেকটি জেলায় খেলা প্রতিষ্ঠানের উন্নত সুযোগ সৃষ্টি করতে চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা বলেন, “মধুসূদন সাহা ছিলেন রাজ্যের কৃতি খেলোয়াড়। উনি রাজ্য এবং দেশের নাম আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। উনাকে সঠিক সম্মান জানানোর লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার ওনার নামে এই যুব আবাসের নামকরণ করে উনাকে সম্মান জানায়।”
উল্লেখ্য যে, আমবাসা চান্দ্রাই ছড়া এলাকায় গড়ে তোলা এই মধুসূদন সাহা যুব আবাসটি নির্মাণ করতে প্রায় ১০ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।