Aguli 11-01-23: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করল আমতলী থানার পুলিশ। আমতলী মহকুমা পুলিশ আধিকারিক আশিষ দাশগুপ্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

মোট ৫৫ গ্রাম নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে সম্রাট বর্মন নামে এক যুবককে। বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও আশিস দাশগুপ্ত।

AGULI STAFF DESK