Aguli 09-01-23: যান দুর্ঘটনা যেনো কল্যাণপুরে লেগেই আছে। রবিবার রাতে বেপরোয়া গতি ও কুয়াশার কারণে খোয়াই তেলিয়ামুড়া সড়কের পাশে কল্যাণপুর আনন্দমার্গ বিদ্যালয়ের সামনে একটি অটো (TR 063134) এবং একটি এচিভার বাইকের (TR 069220) সংঘর্ষ হয়। এতে আহত হন খোয়াই এর কামিনী পাড়ার সুশান্ত গোপ (30), রাজু ঘোষ (24), এবং সঞ্জীব কুমার দেব। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি।

কিন্তু দমকল দপ্তর সূত্রে জানা যায় তারা পৌঁছবার আগেই স্থানীয় মানুষ আহত দের কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ও ঘটনা স্থলে পৌঁছে। পুলিশ জানায় বাইক টির দ্রুত গতি এবং কুয়াশার কারণেই এই দুর্ঘটনা হয়। আহত রাজু ঘোষ অটোর চালক। সুশান্ত গোপ অটোর যাত্রী। অন্য দিকে সঞ্জিব কুমার দেব বাইকের চালক। বাইক চালকের আঘাত গুরুতর হওয়ায় রবিবার রাতেই তাকে জিবি তে রেফার করে দেওয়া হয়। পুলিশ জানায় অটো টি কল্যাণপুর থেকে খোয়াই যাচ্ছিলো এবং বাইক টি খোয়াই এর দিক থেকে কল্যাণপুর আসছিলো।

AGULI STAFF DESK