Aguli 09-01-23: ঘটনার বিবরনে জানাযায় সোমবার সকালবেলাথেকে শান্তির বাজার জেলা হাসপাতালের কর্মরত সিউরিটি গার্ডরা কর্মবিরতীতে নামে। উনাদের অভিযোগ সকলকে সম পরিমানে বেতন প্রদানকরাহচ্ছেনা। সেপ্টেম্বর মাস পর্যন্ত সকল সিকিউরিটি গার্ডকে সম পরিমানে বেতন প্রদান করাহতো।
কিন্তু অক্টোবর মাসথেকে সকলকে ভিন্নপরিমানে বেতন প্রদানকরাহচ্ছে। এই বিষয়ে এস আই এস কোম্পানির আধিকারীক ও এস আই এস কোম্পানির দক্ষিন জেলার আধিকরিক সুনিল দের্বমার সঙ্গে কথা বলেও কাজের কাজ কিছুইহয়নি। সিকিউরিটি গার্ডরা জানান এই মাসের ৭ তারিখে উনাদের বেতন পাবার পর সুনিল দের্বমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি সিকিউরিটি গার্ডদের ফোন রিসিফ করেননি। বর্তমান সময়ে জেলাহাসাপাতালে তিন জন সুপারভাইজার ও ২৪ জন সিকিউরিটি গার্ড রয়েছে।
এখন সিকিউরিটি গার্ডদের একটাই দাবী উনাদের নায্য বেতন কতটাকা তা জানাতেহবে এবং সকলকে নায্য বেতন প্রদান করতেহবে। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধানহবেনা ততদিন পর্যন্ত কর্মবিরতী করবে সিকিউরিটি গার্ডরা।