Aguli 24-12-2022: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারের জায়া পাঞ্চালি ভট্টাচার্যীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সাংসদ বিপ্লব কুমার দেব l শনিবার রাজ্যে ফিরেই, সরাসরি চলে যান শ্রী সরকারের সরকারি আবাসে l এদিন বিরোধী দলনেতা মানিক সরকার ও পাঞ্চালি পাঞ্চালি ভট্টাচার্যীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন l
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি l ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ, দিল্লি থেকে বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে ফোনে কথা বলেন, এবং শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন l শীতকালীন অধিবেশন চলায় এতদিন দিল্লিতেই ছিলেন তিনি l আজ রাজ্যে পৌঁছে প্রথমেই সরাসরি মানিক সরকারের আবাসে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন l সাংসদ বিপ্লব কুমার দেব, শ্রীমতি পাঞ্চালি ভট্টাচাৰ্যর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন l