Aguli News 12-12-2022: কৈলাশহর বিমান বন্দর সূচনার কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব l শীতকালীন অধিবেশনে সোমবার সংসদে এই দাবি উত্থাপণ করেন তিনি l উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিপ্লব কুমার দেব এই বিমানবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত জমির ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন l এ বিমান বন্দরটি চালু হলে, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল বিশেষভাবে উপকৃত হবে l এদিন, সাংসদ বিপ্লব কুমার দেবের দাবির প্রত্যুত্তরে, এই বিমানবন্দর নির্মাণের অগ্রগতি সম্পর্কে শীঘ্রই অবহিত করার বিষয়ে জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া l দিল্লি সূত্রে খবর, অধিবেশনের মাঝেই, এর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে, খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর কাজ সূচনা করার বিষয়ে বিপ্লব কুমার দেবকে তিনি আশ্বস্ত করেছেন বলে জানা গেছে l
উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও বিগত দিনে আন্তরিকতার অভাবে বিমানবন্দরটি সূচনা করা সম্ভবপর হয়নি l কিন্তু বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করার পর পরই, বিমানবন্দরটি নব কলেবরে সূচনা করার যৌথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করেন তিনি l রাজ্য সরকারের তরফে এর জন্য উল্লিখিত জমির বন্দোবস্ত সহ সমস্ত রকম সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয় l বারংবার দিল্লিস্থিত সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে এসেছেন l বিপ্লব কুমার দেবের প্রচেষ্টাতেই উত্তর পূর্বাঞ্চলের সর্ব পরিষেবা যুক্ত বিমানবন্দরে উন্নীত হয়েছে আগরতলা এমবিবি বিমান বন্দরটি l বামেদের সময়ে এই প্রক্রিয়া শুরুর দাবি করা হলেও, কাজে অগ্রগতি আসে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই l প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টায় শেষে এই বিমান বন্দরটি বাস্তব রূপ পায় l তবে, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে যেভাবে রাজ্যের প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে সচেষ্ট ছিলেন বিপ্লব কুমার দেব, সাংসদ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেও একের পর এক দাবি উত্থাপন করে চলেছেন তিনি l তবে এই বিমানবন্দরের সূচনা হলে, ত্রিপুরা সর্বোপরি উত্তর-পূর্বাঞ্চলের একটা বড় অংশ উপকৃত হবে l তিনি আশা ব্যক্ত করেন, উত্তর পূর্বের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গী ও জ্যোতিরাদিত্য সিদ্ধিয়ার ঐকান্তিক প্রচেষ্টায়, দ্রুতই বিমানবন্দরটির কাজ সূচনা হবে l