Aguli 31-08-2022:ত্রিপুরা লাইভলিহুড মিশন বা TRLM কর্তৃক আয়োজিত orientation Programme এবং ক্রেডিট ক্যাম্পে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি তথা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফ . ড : মানিক সাহা মহোদয় , মাননীয় উপ মুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মন , মহোদয় পশ্চিম ত্রিপুরার জেলার মাননীয়া সভাধিপতি শ্রীমতি অন্তরা সরকার দাস মহোদয়া , Special Secretary RD Department ড : সন্দীপ রাঠোর শ্রী দেবপ্রিয় বর্ধন DM ( West ) এবং TRLM এর CEO ড : বিশাল কুমার , ত্রিপুরা রাজ্যের এবং গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি BAC এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিগন , SHG এর সদস্যাগন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ ।
মহাত্মা গান্ধী বলেছিলেন “ Real India lives in villages . ” এই গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য এবং গ্রামীণ জনগণের জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে পঞ্চায়েতের বিভিন্ন স্তরের জনপ্রধিনিধিগণ এবং স্ব সহায়ক দলসমূহ কাজ করে যাচ্ছে । এই পর্যন্ত ত্রিপুরার প্রায় ৩ লক্ষ ৪১ হাজার পরিবারকে প্রায় ৩৮ হাজার স্ব সহায়ক দলে সংগঠিত করা হয়েছে । এই স্ব সহায়ক দলগুলিকে আরো শক্তিশালী করার জন্য প্রায় ১৬৬৮ টি গ্রাম সংগঠন ( VO ) এবং ৪১ টি ক্লাস্টার লেভেল ফেডারেশন এ সংগঠিত করা হয়েছে । বর্তমান অর্থবছরে আরো প্রায় ১ লক্ষ গ্রামীণ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে । এছাড়াও SHG সদস্যদের জীবিকার মান বাড়াতে বর্তমান অর্থবছরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে , যেমন , 12000 SHG মহিলা কৃষকের মাধ্যমে মৎস্য উৎপাদন , 6000 মহিলার মাধ্যমে শুকর পালন , 2000 মহিলার মাধ্যমে মুরগি পালন এবং ৪০000 মহিলার মাধ্যমে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাগল পালন ইত্যাদি । কিছুদিন পূর্বে SHG সমস্যাদের দ্বারা উৎপাদিত পণ্যগুলির বাজারজাতকরণের জন্য এবং প্রচার করার জন্য একটি ই – কমার্স প্ল্যাটফর্ম চালু করা হয়েছে- যার নাম ভিলমার্ট ত্রিপুরা ।
আজকের orientation প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ত্রিস্তরীয় পঞ্চায়েতীরাজ ব্যবস্থা এবং স্ব সহায়ক দল ও তাঁদের ফেডারেশন গুলোর মধ্যে আরো সমন্বয় সাধনের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিক ক্ষমতায়ন , জীবিকার ম্যান বৃদ্ধি করা , ও গ্রামের সার্বিক বিকাশ সাধনকে তরান্বিত করা । গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ অন্ত্যোদ্যায় যোজনা ( DAY NRLM ) এর মাধ্যমে স্ব – সহায়ক দল সমূহকে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এর মাধ্যমে বিভিন্ন ভাবে সাহায্য করা হচ্ছে । এখন পর্যন্ত স্ব – সহায়ক দলগুলিকে প্রায় ৩০২ কোটি টাকা Community Investment Fund এবং প্রায় ৪৭৩ কোটি টাকার ব্যাঙ্ক লোন প্রদান করা হয়েছে । আজকে ও প্রায় ২২ কোটি টাকার ব্যাঙ্ক লোন SHG দেড় মধ্যে প্রদান করা হবে ।
তাছাড়াও স্ব – সহায়ক দল গুলোর জন্য ঋণ প্রদান প্রক্রিয়াকে সরলীকৃত করা হয়েছে এবং বর্তমানে Community Investment Fund থেকে ৭ % সুদে ঋণ দেওয়া হচ্ছে এবং ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রেও সুদে ভর্তুকি প্রদান করা হচ্ছে । কিন্তু স্ব – সহায়ক দলের মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের সাফল্য পঞ্চায়েতীরাজ সংস্থা এবং স্ব – সহায়ক দলের মধ্যে সমন্বয়ের উপর বিশেষভাবে নির্ভরশীল । এই সমন্বয়ের অঙ্গ হিসাবে গ্রামীণ দারিদ্রতা দূরীকরণ পরিকল্পনা বা Village Poverty Reduction Plan ( VPRP ) প্রতিটি গ্রাম স্তরে তৈরি করা বিশেষ গুরুত্বপূর্ণ । এই VPRP তৈরি করা এবং এর বাস্তবায়নের জন্য পঞ্চায়েতিরাজ সংস্থা সমূহ এবং SHG দের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় এর বিশেষ প্রয়োজন এবং এই উদ্দেশ্যেই আজকের এই বিশেষ এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।