Aguli 30-08-2022: মঙ্গলবার শিক্ষা দপ্তরের চাকমা ভাষা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এক বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে আলোচনা হয় আগামী দিনে চাকমা ভাষা চালু করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলে।
এবং চাকমা ভাষায় সিলেবাস তৈরি করা হবে আগামী দিনে চাকমা ভাষা ভাষি নতুন প্রজন্ম দের যাতে শিক্ষা ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য এই সিদ্ধান্ত।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মাননীয় শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয়া মন্ত্রী সান্তনা চাকমা এবং চাকমা ভাষা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান বিধায়ক শম্ভুলাল চাকমা কমিটির অন্যান্য আধিকারিকরা।