Aguli 24-08-2022: বুধবার আগরতলা প্রেস ক্লাবে বিজেপির সদর ( শহর ) জেলা সংযুক্ত ওবিসি কার্যকারিনী মন্ডলের বৈঠক অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷ এছাড়াও উপস্থিত ছিলেন দলের সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা ।
এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , ” সমস্ত জাতিগোষ্ঠীর অংশের অধিকার আমাদের প্রাধান্য । প্রধানমন্ত্রী মোদীজির সুরক্ষাই অন্যতম আদরণীয় নরেন্দ্র আন্তরিক দুরদৃষ্টির ফলশ্রুতিতে , অন্যান্য অনগ্রসর| শ্রেণীভুক্তদের ( ওবিসি ) সর্বাঙ্গীন বিকাশের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সফল গুচ্ছ পদক্ষেপ ভাবে রূপায়িত হচ্ছে । ওবিসি তিনি বলেন , | সার্টিফিকেট প্রদান সহ |
সমস্ত সুবিধা বন্টনে সরলিকরণের অধিকার পৌঁছে দিতে গতি ফলে সঞ্চারিত হয়েছে ৷ ওবিসি নাগরিকদের অংশের কল্যাণে ও অধিকার সম্পর্কে জাগ্রতকরণে | ওবিসি মোর্চার ভূমিকাওসাধুবাদযোগ্য । ” বিপ্লব কুমার দেব বলেন , বিগত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ওবিসি অংশের প্রায় ভোটাররা ৮০ শতাংশ ভারতীয় জনতা পার্টিকে ভোট দান করেছিলেন বলেই দল ক্ষমতায় আসতে সক্ষম | হয়েছে , তিনিও মুখ্যমন্ত্রী হতে পেরেছেন । বর্তমান সরকার ওবিসি | অংশের জনগণের স্বার্থে |
যেভাবে সদর্থক ভূমিকা নিয়ে কাজ করে চলেছে ,পার্টি তার কথা মাথায় রেখে আগামী বিধানসভা | নির্বাচনেও তাঁরা সেভাবে ভারতীয় জনতা কে সমর্থন করবে এবং ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে দলকে পুনরায় প্রতিষ্ঠিত এদিনের ক্ষমতায় করবে । সভাস্থলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদার্পণ করার পরেই , উপস্থিত কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ।