Aguli 04-08-2022: পদ্মবিল ব্লক এলাকার ভূমিহীন জমির পাট্টা প্রদান করা হয়। খোয়াই পদ্মবিল ব্লকের কনফারেন্স হলে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পাট্টা প্রদান করা হয়। পদ্মবিল ব্লকের উদ্যোগে পদ্মবিল ব্লক এলাকার ১৪টি এডিসি ভিলেজে ৬০ জনের হাতে পাঁচ ঘন্টা করে জমির পাট্টা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। তাছাড়া পদ্মবিল লোকের অতিরিক্ত ভিডিও অমিত জমাতিয়া সহ অন্যান্যরা।
বিধায়ক বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ জন খাস জমিতে বসবাস করছে। তারা আইনগতভাবে অফিসে আবেদন করেছিল। তার ভিত্তিতেই সকলকে পাট্টা প্রদান করা হয়। আগামী দিনেও এই কাজ চলতে থাকবে। নিয়ম মেনে কেউ আবেদন করলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।