Covid News 14-07-2022: বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। এর মধ্যে পশ্চিম জেলায় ১৪১ জন, সিপাহীজলা জেলায় ১৭ জন, খোয়াই জেলায় ০২ জন, গোমতী জেলায় ১৮, ধলাই ০৮ জন, উত্তর ত্রিপুরায় ০৭ জন, দক্ষিণ ত্রিপুরায় ১১ এবং ঊনকোটি জেলায় ১০ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
AGULI STAFF DESK