Khowai 14-06-2022: খোয়াই জেলা কংগ্রেস সংগঠনের শক্তিকে মজবুত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা । রাজ্যের কংগ্রেস দল সংগঠনের স্বার্থে নয়টি সাংগঠনিক জেলা। রাজ্যের অন্যান্য সাংগঠনিক জেলার পাশাপাশি খোয়াই জেলার কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই কংগ্রেস ভবনে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অঙ্গ হিসেবে খোয়াই জেলা ছয়টি ব্লকের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দিপনাকে ধরে রাখতে সাংগঠনিক সভার অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে খোয়াই কংগ্রেস ভবনে প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা ও সর্ব ভারতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং এর উপস্থিতিতে, খোয়াই জেলার কংগ্রেস সভাপতি ও জেলা কার্যকারিনী সমস্ত সদস্য সহ ব্লক সভাপতিদের নিয়ে হয় এই দিনের সাংগঠনিক সভা। এই দিনের আয়োজিত সাংগঠনিক সভাতে উপস্থিত জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতিদের কাছ সাংগঠনকে মজবুত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, আগামী দিনের কর্মসূচি গুলি বাস্তবায়ন করতে হলে, কি ভাবে করা যায় সেই রুপ রেখার বিষয়ে মতামত জানতে চান প্রদেশ নেতৃত্বরা।