খোয়াই 11-07-2022: চাম্পাহাওর সড়কের বেহাল দশায় জন বিক্ষোভ চরমে পৌঁছেছে। ক্ষুব্ধ মানুষ শেষ পর্য্যন্ত সড়ক অবরোধ করলেন। সোমবার খোয়াই—চাম্পাহাওর সড়কের সিপাইহাওরে কয়েকশত নারী পুরুষ সকাল নয়টা থেকে সামিল হন সড়ক অবরোধের কর্মসূচিতে।দাবী তুললেন দ্রুত সড়ক মেরামতি ও সংস্কারের।প্রশ্ন তুললেন , কেন এতদিন সড়কের জীর্ণদশা ঘুচলো না ? পূর্ত দপ্তরের অকর্মণ্যতার বিষময় ফল আর কতদিন ভোগ করতে হবে সাধারণ মানুষ আর নিত্য যাত্রীদের? শ্লোগানে শ্লোগানে গলা মেলান ভুক্তভোগী মানুষেরা।মারাত্মক বেহাল দশায় খোয়াই– চাম্পাহাওর সড়ক।পুরো রাস্তা জুড়ে বড় বড় অজস্র গর্ত আর খানাখন্দ।বৃষ্টির জল জমে যেন সড়ক এখন ছোটখাটো পুকুরের মতো।জলে কাদায় একাকার।যানবাহন চলাচল তো দূরের কথা।
পায়ে হেঁটে রাস্তা পারাপারও যেন দায়। ভেঙে চুরে বিপজ্বনক অবস্থা সড়কের।কতদিন যে দুর্ঘটনা ঘটে গেলো এখানে ওখানে। ক্ষুব্ধ মানুষের জিজ্ঞাসা, আর কার কাছে গেলে যে সরকারের ঘুম ভাঙবে কে জানে? ব্লক, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন,ত্রিস্তর পন্চায়েত, পূর্ত দপ্তর সহ কার কাছে আমরা যাইনি? কত যে ধর্ণা দিয়েছি।কিন্তু কথা কানে তুলে না কেউ।যেন সবটাই অরণ্যে রোদন।সড়কের দুপ্রান্তে দু দুটো ব্লক অফিস।শহরে আসার রাস্তা তো এটাই।চাম্পাহাওর থেকে শহরে আসতে হয় বিভিন্ন কাজে।এস ডি এম অফিস, ডি এম অফিসে আসতে হয়। খোয়াই জেলা হাসপাতালে আসতে হয় রোগী নিয়ে। চাম্পাহাওরে রয়েছে একটি থানা, একটি দ্বাদশ স্কুল।এছাড়া আরো কত কি সরকারী অফিস।কিন্ত এরপরেও ঘুচেনা রাস্তার জীর্ণদশা।
সড়কের এমন অবস্থা, যে রাস্তাতেই চাষাবাদ করা যাবে।মাছ ধরা যাবে।কিন্তু সরকারের কুম্ভনিদ্রা তো আর ভাঙেনা।তাই আর কত সহ্য করবো বলুন? বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবী নিয়ে রাস্তাকেই বেছে নিতে হলো।এদিন সড়ক অবরোধের ফলে দুদিকে প্রচুর যানবাহন আটকে যায়। অফিসমুখী সরকারী কর্মচারীরা মাঝরাস্তায় আটকে পড়েন।ছাত্র শিক্ষক সহ সবাই গন্তব্যে যেতে পারছিলেন না।অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে বাড়ী ফিরে আসতে বাধ্য হন।শেষ পর্যন্ত্য ঘন্টা তিনেকের বেশী সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসতে বাধ্য হন খোয়াই ব্লকের বি ডি ও সহ পূর্ত দপ্তরের খোয়াই সাব ডিভিশনের এস ডি ও।তারা প্রতিশ্রুতি দেন কয়েক দিনের মধ্যে সড়ক অবরোধ মেরামতির ।এরপর ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ তুলেন।জানিয়ে যান, যদি কথা না রাখে কর্তৃপক্ষ, তাহলে আবার হবে সড়ক অবরোধ।