বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জির জীবনাদর্শ, তাঁর কর্ম জীবনের নানা দিক গুলো নিয়ে আলোচনা করেন।একই সাথে অখণ্ড ভারত নির্মাণে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ও আত্মবলিদানের কথাও তুলে ধরেন.
ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা,পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কল্যাণব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।