Aguli 06-07-2022: সিপিএমের কিছু ক্যাডারের হাতে বিলোনিয়ার আমজাদনগরে শারীরিকভাবে নিগৃহীত শাসক দলের যুব মোর্চার কার্যকর্তা। পেশায় তিনি শ্রমিক। পাওনা টাকা নিতে গেলে তাকে বেধড়ক পেটায় সিপিএম ক্যাডার হানিফ মিয়া নাসির মিয়া গনি মিয়া সহ তার বাহিনী। ঘটনায় আক্রান্ত শ্রমিকের নাম রাখু মালাকার। তার বাড়ি সাতমুড়া এলাকায়। ৩৭ ঋষ্যমুখ মন্ডলের বিজেপি যুব মোর্চার একজন সক্রিয় কার্যকর্তা রাখু মালাকার।
AGULI STAFF DESK