Aguli 30-07-2022: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির জনজাতির মোর্চার সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র ৬ /৭ মাস বাকি৷ এই বিধানসভা নির্বাচনে পাহাড় একটি বিশেষ ভূমিকা পালন করবে সরকার গঠনের ক্ষেত্রে। এর মধ্যেই ঘর গোছাতে শুরু করেছে শাসকদল বিজেপি৷ বিজেপির পাহাড়ে জনজাতি সংগঠন জনজাতি মোর্চা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হওয়ার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে ৷
সারা রাজ্য বিজেপির সকল মোর্চার উদ্যোগে জেলা ও মন্ডল ভিত্তিক কার্যকরণী বৈঠক চলছে।শনিবার রামচন্দ্রঘাট কমিউনিটি হলে জনজাতি মোর্চার খোয়াই জেলা কার্যকারনী বৈঠক অনুষ্ঠিত হয় ৷ এদিন কার্যকারনী বৈঠক শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার সাধারণ সম্পাদিকা নমিতা দেববর্মা। এদিন জনজাতি মোর্চার খোয়াই জেলা কার্যকরণী বৈঠকে তাছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ রুপিনি, বিজেপি রামচন্দ্র ঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা এমডিসি ভূমিকা নন্দ রিয়াঙ্ক সম্পাদিকা নমিতা দেববর্মা সহ অন্যান্যরা।
এদিন জড়াজাতি মোর্চার কার্যকালীন বৈঠকে মূলত সাংগঠনিক স্তরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন এই বৈঠকে প্রত্যেকটি জেলার ছয় টি মণ্ডল থেকে নিয়ে আলাদাভাবে আলোচনা করা হয়েছে। যার ফলে দলের সাংগঠনের ভিত আরো মজবুত করতে।