Aguli 12-07-2022: অবশেষে নিখোঁজ হবার চার দিন পর নাবালিকার মৃতদেহ খুজে পাওয়া গেল।কল্যাণপুরে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার জঙ্গল থেকে। জন মনে চাঞ্চল্য। প্রসঙ্গত গত শুক্রবার কল্যাণপুর থানা এলাকার পশ্চিম কুঞ্জবন এডিসি ব্রিজের গ্রাম বাবু পাড়ার নায়েক বস্তিতে এক দিনমজুর বাসিন্দার নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। ওরা কাজের সন্ধানে অন্যত্র গিয়েছিল বাড়িতে এসে দেখে ওদের মেয়ে নেই। অনেক খোঁজার পর শেষে শনিবার কল্যাণপুর থানায় মিসিং এন্ট্রি করে। যথারীতি কল্যাণপুর থানার পুলিশ ও একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। যার মামলা নম্বর ২৬/২০২২। ভারতীয় দণ্ডবিধির ৩৬৬(এ) ধারায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। গতকাল অর্থাৎ সোমবার দিনভর খোয়াই জেলার পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ওই এলাকায় বেশ তদন্ত চালানো হয়। নামানো হয়েছিল ডগ স্কোয়াড ও।
কিন্তু খুঁজে পাইনি পুলিশ। অবশেষে আজ কল্যাণপুর থানা এলাকার উপজাতি জনপদ পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের ওই দিনমজুর পিতার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুমার সর্দার পাড়ার জঙ্গলে রাবার বাগানের পাশে নাবালিকার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। যদিও মৃতদেহে পচন ধরে গেছে বলে জানা গেছে। হতে পারে খুন আবার হতে পারে অন্য কোনো কারণ তবে সবটাই পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। খবর ছড়িয়ে পড়তেই জনমণে বেশ চাঞ্চল তৈরি হয়।
কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্য। ঘটনাস্থলে ছুটে আসেন ফরেনসিক টিম। আজ অর্থাৎ মঙ্গলবার খবর পেয়ে ছুটে যান খোয়াই জেলার এডিশনাল এসপি অমিতাভ পাল, তেলিয়ামু মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, কল্যাণপুর থানার ওসি শুভ্রাংশু ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী। শেষে সাংবাদিকদের কল্যাণপুর থানার ওসি শুভ্রাংশ ভট্টাচার্য জানান, একটি রাবার বাগানের পাশে পাশের জঙ্গলে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক বলতে আমাদের অনুমান যে মেয়েটাকে কেউ হত্যা করে রেখেছে। তবে সবটাই পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট আসার পর। এদিকে নাবালিকা মেয়েটির পিতা জানান, যারা আমার মেয়েকে হত্যা করল তাদের কঠোর শাস্তির দাবি করছি। আজ সকালে রাবার কাটতে গিয়ে লক্ষ্য করে যে একটা মৃতদেহ পড়ে আছে এবং পরে আমাকে খবর দেয়।