Agartala 29 May 2024: বুধবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন সংঘটিত হয়। বিদ্যুৎ পরিষেবার ক্রমাগত ব্যর্থতা ও নাগরিক দুর্ভোগের কারণে কংগ্রেস কর্মীরা এই প্রতিবাদে সামিল হন।
মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে। এরপর বিদ্যুৎ দপ্তরের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভকারীরা সরকারের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষও এই বিক্ষোভে অংশ নেন।
কংগ্রেসের অভিযোগ, বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা ও ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সদর জেলা কংগ্রেসের সভাপতি বলেন, “বিদ্যুৎ মন্ত্রী ও দপ্তরের কর্মীদের অক্ষমতার জন্য রাজ্যের জনজীবন বিপর্যস্ত। তাই বিদ্যুৎ মন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।”
প্রতিবাদ মিছিল শেষে কংগ্রেস নেতারা এক ডেপুটেশনে মিলিত হন এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে তাদের দাবির কথা জানান। তারা অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা উন্নত করার আহ্বান জানান এবং বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি পুনরায় উল্লেখ করেন।

AGULI STAFF DESK