Tripura 01 May, 2024: গরমের জন্য নাজেহাল রাজ্যবাসীর সম্পর্কে চিন্তায় আছে কেন? এক অভিযানে প্রকাশিত হল, দোকানগুলো জলসহ ঠান্ডা পানিও বিক্রিতে ৫ টাকা এবং ১০ টাকা বেশি রাখছেন। এই প্রস্তুতিতে খাদ্য দপ্তরের সদর মহাকুমা শাসকের টিমের অভিযানে বিভিন্ন দোকানে ঠান্ডা পানির মেয়াদ উত্তীর্ণ উপকরণ উদ্ধার করা হয়েছে।
জেলা আশ্রম রোডে প্রান্তিক ক্লাব এলাকার বাপন স্টোরের অভিযানে দুই খাদ্য পরিদর্শক সহ সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক ও অন্যান্য অধিকারীরা অংশ নেয়েছেন। অভিযানে আটকে প্রদর্শিত অভিযান কারি দলের এক সদস্যের মোটামুটি সময়ের জন্য আটক দেওয়া হয়েছে।
এই অভিযানে সাধারণ মানুষের মাঝে উত্তীর্ণ মেয়াদের ঠান্ডা পানি বিক্রি করা স্বাভাবিকভাবেই স্বীকৃতি পায়নি। এতে পাঁচ টাকার ফ্রিজিং চার্জ এড়ানোর অভিযান কারি দলের এক সদস্যের মোটামুটি ধরা পড়া হয়েছে। অধিকারীরা জানিয়েছেন যে, এ ধরণের অভিযান ক্রমাগত জারী থাকবে এবং এই ধরনের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবন্ধী ব্যবস্থা নেয়া হবে।
AGULI STAFF DESK