Aguli news 17-01-23: ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আগামী ১৯ জানুয়ারীর মধ্যে।
দিল্লীতে নির্বাচন কমিশনের জনৈক আধিকারিক এই সংবাদ জানিয়েছেন। এই তিন রাজ্যের নির্বাচন একই সাথে হবে। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সম্প্রতি তিন রাজ্য সফর করেন।
AGULI STAFF DESK