Aguli News 10-01-23: আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কৈলাসহরের সার্কিট হাউজের কনফারেন্স হলে ঊনকোটি জেলার সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। কর্মশালার আয়োজন করেন ঊনকোটি জেলার জেলাশাসক ডা: বিশাল কুমার। কর্মশালায় জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ও কুমারঘাটের মহকুমা শাসক সুব্রত দাশ, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ জেলার বিভিন্ন আধিকারিক ও আরক্ষা দপ্তরের আধিকারিকরা।
কর্মশালায় রুল অফ মিডিয়া ইলেকশনস, মডেল কোড অফ কন্ডাক্ট, কভারেজ অফ পোল অ্যান্ড কাউন্টিংয়ের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন টি.সি.এস বাদল রায়। এছাড়াও ইভিএম মেশিন ও ভিভিপ্যাডের ব্যবহার সম্বন্ধে বুঝানো হয়। আগামী বিধানসভা নির্বাচনে উৎসবের মেজাজে ভোট করার জন্য বাড়ি বাড়ি আলপনা আঁকার প্রতিযোগিতা চলছে। অতিরিক্ত জেলাশাসক জানান, আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য ইতিমধ্যে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় প্রবেশ করেছে।
মোট ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে জেলায় থাকবে। কর্মশালায় কৈলাসহর ও কুমারঘাট মহকুমার প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক সাংবাদিককে জেলা শাসক স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মশালা শেষে জেলা শাসক প্রত্যেক সাংবাদিক সহ অন্যান্য আধিকারিকদের সাথে আহারেও যোগ দেন। এ ধরনের একটি কর্মশালার আয়োজন করায় উপস্থিত সাংবাদিকরা জেলাশাসক ডা: বিশাল কুমারের ভূয়শী প্রশংসা করেন। কর্মশালা শেষে জেলাশাসক ডঃ বিশাল কুমার সংবাদ প্রতিনিধিদের জানান যে|
AGULI STAFF DESK