Aguli News 31-12-2022: শনিবার শান্তির বাজার জেলা হাসাপাতাল সংলগ্ন এলাকায় নবনির্মিত ট্রোমা কেয়ার সেন্টারের শুভ উদ্ভোধন হয়। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্মিত ট্রোমা কেয়ার সেন্টারের শুভ উদ্ভোধন করলেন ত্রিপুরার মুখ্যনন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন ও ফিতাকেটে ট্রোমা কেয়ারসেন্টার সকলেরজন্য উন্মুক্ত করেদিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আজকের অনুষ্ঠানে বক্তব্যরাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ট্রোমা কেয়ারসেন্টারের বিভিন্ন কাজ সম্পর্কে কিছু তথ্য জনসন্মুখে তুলেধরেন। তিনি বক্ত্যের মাধ্যমে সকলের প্রতিবিশেষ আহব্বান জানান চিকিৎসা পরিষেবার জন্য সর্বদা চিকিৎসকদের সাহায্যের হাত বারিয়েদিতে ও চিকিৎসকদেরকেও রুগিদেরপ্রতি যত্নশীল হবারজন্য বিশেষ আহব্বান জানান। চিকিৎসকদের প্রতি তিনি জানান রুগিদের অযথা রেফার নাকরে সঠিক চিকিৎসা প্রদানকরেন।
রেফার করলে চিকিৎসকদের ভূমিকা পোষ্টম্যানের মতোহয়েপরে। পোষ্টম্যানর কাজ এক জায়গার জিনিষ অন্যজায়গায় নিয়েযাওয়ায়। তাই চিকিৎসকরা যেন পোষ্টম্যানের ভূমিকা পালন নাকরে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করেন। অপরদিকে মুখ্যমন্ত্রী জানানা প্রায় ৪ কোটি টাকা ব্যায়করে এই ট্রোমা কেয়ারসেন্টার নির্মানকরাহয়েছে। এই ট্রোমাকেয়ার সেন্টারটি রক্ষনার্থে জনগনকেও এগিয়ে আসতেহবে। ট্রোমা কেয়ার সেন্টার উদ্ভোধন শেষে মুখ্যমন্ত্রীর হাতধরে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন। ৪ কোটি ৩৫ লক্ষ ২২ হাজার ৯৮৫ টাকা ব্যায় করে এই ভবনটি নির্মান করাহয়। ৪/০৫/২০১৬ সালে এই ভবন নির্মানের কাজ শুরু হয়। ৩১/১২/২০২২ সালে এই ভবন নির্মানের কাজ সমাপ্তিহয়।
অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই ভবনের শুভ উদ্ভোধন করাহয়। আজকের এই ভবন উদ্ভোধনে মুখ্যমন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক শঙ্কর রায়, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আজকের এই অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষার মানউন্নয়নে রাজ্যসরকার কি কি কাজ করছে তার তথ্য জনসন্মুখে তুলেধরেন। বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন শেষে মুখ্যমন্ত্রীর হাতধরে জোলাইবাড়ীতে নবঘোষিত কৃষিদপ্তরের তত্বাবধায়কের অফিসের শুভ উদ্ভোধন করহয়। সেখানে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে কৃষির মান উন্নয়নে ও কৃষকদের স্বার্থে রাজ্যসরকার কিকি কাজ করছে তানিয়ে কিছু বক্তব্য তুলেধরেন তারপাশাপাশি কৃষি ও কৃষকদের মানউন্নয়নে কৃষি মন্ত্রী সর্বদাকাজ করেযাচ্ছেবলে কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহরায়, বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা পরিষদের সভাপতি কাকলীদাস দত্ত, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। মুখ্যমন্ত্রীর হাতধরে আজকের দিনে তিনটি প্রকল্পের শুভ উদ্ভোধন হোওয়ায় শান্তির বাজার মহকুমার লোকজনেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যকরাযায়।