Aguli 20-12-2022: ত্রিপুরা SPQEM / SPEMM মাদ্রাসা শিক্ষকদের কে সমকাজে সমবেতন সহ এই রাজ্যের সর্বশিক্ষা শিক্ষক (SSA) শিক্ষকদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার আবেদন। ত্রিপুরা SPEMM স্কিমের অধীনে ১২৯টি মাদ্রাসায় কর্মরত শিক্ষকসহ মাদ্রাসাকে Grant-in – Aid এর আওতায় আনার আবেদন । SPEMM মাদ্রাসায় কমরত UNDER GRADUATE TEACHER দের কে রাজ্যের নিয়মিত শিক্ষক কমচারীর ন্যায় সমকাজে সমবেতন আবেদন এই প্রদান করার।
রাজ্য সরকারের কেবিনেট সিদ্ধান্তমূলে SPEMM মাদ্রাসা শিক্ষককে রাজ্য
সরকারের ঘোষিত ২.২৫ এবং ২.৫৭ দেওয়ার আবেদন ৫) SPEMM মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা চাকুরি থাকা অবস্থায় কোন শিক্ষক যদি মারা যায় কিংবা পেনশন এ যায় এই অবস্থায় কর্মরত শিক্ষক পরিবারকে এককালিন ২৫ লক্ষ টাকা দেওয়ার আবেদন ।
SPEMM/GIA মাদ্রাসায় শূন্যপদ পূরন করা, এবং প্রতিটি SPEMM / GIA মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা | অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন রাজ্য কমিটি মঙ্গলবার আগরতলার শিক্ষা ভবনে তাদের দাবি সনদ নিয়ে শিক্ষা অধিকর্তা সাথে ডেপুটেশনে মিলিত হন।