Aguli 15-09-2022: আজ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহাকুমার তাকমা এডিসি ভিলেজের বাহান্ন কলোনিতে ৫৫ তম ইন্জিনিয়ার্স ডে উপলক্ষে শান্তির বাজার মহাকুমার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যন্ত এলাকার জনজাতি দের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস মারাক, প্রবীর বরণ দাস, অনুপ চক্রবর্তী সহ অন্যান্য ইঞ্জিনিয়ার্সরা । অনুষ্ঠানে মহাকুমার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তাপস মারাক বলেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে আমরা নিজেরাও এইসব সমাজসেবামূলক কাজ করে থাকি। প্রতি বছর আমরা এই দিনে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি আগামী দিনেও আমরা এই ধরনের প্রয়াস জারি রাখবো।।
AGULI STAFF DESK