Aguli 04-09 -2022: সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টিটি এএ ডিসি প্রশাসনের ডেপুটি সিইএম অনিমেষ দেববর্মা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরাকে উল্লেখ করে বলেন বিজেপিতে থেকে সময় নষ্ট না করে ত্রিপ্রা মোথা দলে যোগদান করে থাংসা হয়ে কাজ করার জন্য। এবং ত্রিপ্রা মোথা দলের বিরুদ্ধে কথা না বলে তাদের হয়ে গ্রেটার ত্রিপ্রা ল্যান্ডের দাবিতে সোচ্চার হয়ে একত্রিত হয়ে কাজ করার জন্য।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেবতী মোহন ত্রিপুরা বলেন সবকা সাথ সবকা বিকাশ এই শব্দটি আরো গ্রেটার ইউনিটি অর্থাৎ গ্রেটার থাংসা বুঝায়। তিনি বলেন নরেন্দ্র মোদি সারা দেশকে থাংসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যারা এই সমস্ত কথাবার্তা বলছেন তাদেরকে গ্রেটার ইউনিটিতে থাংসাতে আসা প্রয়োজন। সাংসদ বলেন উন্নয়নের নিরিখেই থাংসা ইউনিটি বিচার করা উচিত। তিনি বলেন রাজ অন্য আমল থেকেই এটি ঐতিহ্য যে আমরা সবাই একসাথে আছি।
ত্রিপ্রা মোথা দলের রাজনৈতিক থাংসাতে দরকার নেই। ভারতবর্ষের ঐতিহ্যই হচ্ছে থাংসা। নতুন করে থাংসা এই শব্দ মিনিং লেস বলে আখ্যায়িত করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ। তিনি আরো বলেন ত্রিপ্রাসাদের উপর আক্রমণ করে তারাই আবার ত্রিপ্রাসা বলেন থাংসা বলেন। রেবতী ত্রিপুরা বলেন যদি কেউ সময় নষ্ট করে থাকে তা হচ্ছে তারাই। গ্রেটার ত্রিপ্রা লেন্ডের যারা দাবি করছেন তারাই সন্ধিহান এটা হবে কিনা। পরিশেষে রেবতী ত্রিপুরা বলেন যা সম্ভব নয় তার পেছনে না দৌড়ে নরেন্দ্র মোদির যে উন্নয়নমুখী কর্মযজ্ঞ সারা ভারতবর্ষে হচ্ছে তাতে তারাও যেন শামিল হয়।