Aguli 01-09-2022: খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায় রাতে অন্ধকারে শাসকদলীয় দুষ্কৃতীরা জনৈক্য এক ব্যক্তির রাবার বাগান কেটে ধ্বংস করে দেয়।বুধবার বিরোধী দল সিপিআইএমের মিছিলে যোগদান করার অপরাধে শাসক দলীয় দুষ্কৃতীরা রাবার বাগান ধ্বংস করে দেয় বলে অভিযোগ। ৭০ থেকে ৭৫টি দুই বছরের রাবার গাছ কেটে ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা।ঘটনা বুধবার রাতে খোয়াই থানাধীন সমতল পদ্মবিল এলাকায় বারবিলে।
এখানে বাস্তব শুক্ল বৈদ্য নামে এক সি পি আই এম সমর্থকের বাড়ীতে পাশে রাত আনুমানিক বারোটা নাগাদ মুখে একদল দুর্বৃত্ত রাবার গাছ কেটে ফেলে দেয়। বাস্তব শুকনো বৈদ্যের বাড়ির বিপরীত পাশে একটি রাবার বাগান রয়েছে। রাত রাত্রি বেলা দুষ্কৃতীরা রাবার বাগানে প্রবেশ করে দা দিয়ে দুই বছরের রাবার গাছ কেটে ফেলে ধ্বংস করে দেয়।দুর্বৃত্তরা রাতে রাবার বাগান ধ্বংস করছে বুঝতে পেরে ভয়ে ঘর থেকে বের হয়নি। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বি জে পি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাবার বাগানের মালিক বাস্তবের অন্যদিকে ক্ষতিগ্রস্ত বাস্তবের অভিযোগ বামেদের ডাকা কর্মসূচিতে অংশ গ্রহন করার প্রতিহিংসায় এই ঘটনা সংগঠিত করেছে দুষ্কৃতীকারীরা। বৃহস্পতিবার দুপুরে পরে বিধায়ক নির্মল বিশ্বাস,ডি ওয়াই এফ আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও অন্যান্য নেতৃবৃন্দ সমতল পদ্মবিলের বাস্তব শুক্ল বৈদ্যের রাবার বাগানে গিয়ে গতরাতের ধ্বংসলীলা প্রত্যক্ষ করেন।আশেপাশের মানুষজনও ছুটে আসেন।সবাই নিন্দায় মুখর।