Aguli 31-08-2022: গত ২৯/৮/২০২২ এর মাননীয় রাষ্ট্রীয় সভাপতি J.P.Nadda জির খুমুলুং এর জনসভায় যাওয়ার পথে কিছু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কর্মীদের দেখতে আজ ২৬ আশারাম বাড়ি বিধানসভার অন্তর্গত নমনজয় বাড়িতে গিয়ে আক্রান্তদের সাথে কথা বলতে এবং তাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে পরামর্শ দেন ।
ওদের সাথে দেখা করতে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া , পূর্ব ত্রিপুরার আসনের সংসদ রেপতি ত্রিপুরা,জনজাতি মোর্চার রাজ্য সভাপতি শ্রী বিকাশ দেববর্মা , এমডিসি ভুমিকা নন্দ রিয়াৎ , জনজাতি মোর্চার খোয়াই ডিস্ট্রিক্ট সভাপতি বিশ্বজিৎ রুপিনী।