Aguli 27-08-2022: ত্রিপুরা কাবাডি প্লেয়াররা জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন সভাপতি রূপক দেব রায়ের বিরুদ্ধে।
দীর্ঘদিন যাবত রূপক বাবু খেলোয়ারদের সাথে প্রতারণা করছে বলে জানান।এমনকি খেলোয়াররা জাতীয় দলে খেলার সুযোগ পেলেও বাইরের খেলোয়ারদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানান।।। আজ বাধ্য হয়ে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিকের বাসভবনে আসেন।।।
AGULI STAFF DESK