Aguli 26-08-2022: অন্যান্যবছরের ন্যায় এইবছরও শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনুবাজার দখলসিং রিয়াং পাড়ায় অনুষ্ঠীত হয় ২১ তম রাজ্যভিত্তিক ব্রু সংগ্রমা পূজা। প্রত্যের বছর ভাদ্রমাসের অমবস্যাতিথিতে এই পূজা সংগঠীত করাহয়। এইবছরও সমস্ত নিয়ম নিতি মেনে পূজা সংগঠিত করাহয়। ব্র সংগ্রমায় রিয়াং জানজাতির ১৩ টি কূলদেবদেবীর পূজা করাহয়। দুইদিন ব্যাপী চলবে এইপূজা। বৃহস্পতিবার আনুষ্ঠীনিকভাবে এই পূজার শুভ সূচনা করাহয়। আজকের অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডঃ মানিক সাহা।
উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপদ জমাতিয়া, দক্ষিন জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, দক্ষিন জেলার পুলিশ সুপার কুলবন্ত সিং, এম ডি সি পদ্মলোচন ত্রিপুরা, এম ডি সি সঞ্জীব রিয়াং, ব্রু সংগ্রমা মথহ এর জেনারেল সেক্রেটারী খনারাম রিয়াং সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরাকারের উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। অনুষ্ঠানে বক্তব্যশেষে মুখ্যমন্ত্রী জনকল্যানে রিয়াং জনাজাতিদের কূলদেবীর নিকট পূজা দেন। আজকের অনুষ্ঠানে উদ্ভোধন শেষে মঞ্চে অনুষ্ঠীত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সারারাত ব্যাপী চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই পূজাকে কেন্দ্রকরে মেলার আয়োজন করাহয়। এই সমগ্র অনুষ্ঠান উপভোগ করারজন্য ব্যাপকহারে লোকসমাগমঘটে।