Aguli 03-08-2022: উদ্বেলিত জনসমাগমকে সাক্ষী রেখে আজ আনুষ্ঠানিকভাবে দ্বারোদগঠন হলো কল্যাণপুর কমিউনিটি হেল্থ সেন্টারের। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী কল্যাণপুরের নতুন মোটর স্ট্যান্ড স্থিত সোনার তরী মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথমেই আলোচনা করেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। শ্রী চৌধুরী কল্যাণপুর কমিউনিটি সেন্টারের উদ্বোধনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেন, পাশাপাশি তিনি বলেন একটা সময় দীর্ঘ বাম জমানায় কল্যাণপুরের স্বাস্থ্য ব্যবস্থা ছিল এক প্রকার জরাজীর্ণ, বারবার কল্যাণপুরের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের দাবি আজ পুরণ হলো, এর পাশাপাশি পিনাকী দাস চৌধুরী এই সময়ের মধ্যে গোটা কল্যাণপুরের বিভিন্ন জায়গায় আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে দাবি করেন।
উদ্বোধনী মঞ্চে কল্যাণপুর ব্লক এলাকার তিনটি বিদ্যালয়কে কোভিড টিকাকরনের ক্ষেত্রে ১০০% সফলতার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়, এই তিনটি বিদ্যালয় হচ্ছে গয়াংফাং উচ্চ বিদ্যালয়, ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজকের এই দিনটাকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন, পাশাপাশি তিনি একটা কথা বলেন যা উপস্থিতি সকলের নজর কেড়ে নেয়, বলেন ঘটা করে উদ্বোধন করলেই হবে না সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই হাসপাতালের পারিপার্শ্বিক পরিমণ্ডলকে পরিচ্ছন্ন রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
আলোচনা প্রসঙ্গে মানিক সাহা বলেন অনেক জায়গায় কোন কোন সময় একাংশ এবং স্বাস্থ্যকর্মীদের উপর এই সমস্ত ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সমস্ত ঘটনা যাতে সংগঠিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সম্মানিত অতিথিবর্গদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নবনির্মিত হাসপাতালের উদ্বোধন কার্য সম্পন্ন হয়। এখানে প্রায় ১০কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল এবং কোয়ার্টার কমপ্লেক্সের কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন পর কল্যাণপুর হাসপাতালের নব নির্মিত পাকা ভবনের দ্বারোদঘটন সম্পূর্ণ হওয়ায় সর্বত্রই এক অনাবিল খুশির আবহ।।
AGULI STAFF DESK