Aguli 01-08-2022: বেশ কয়েক মাস ধরে সাব্রুমের বিভিন্ন স্থানে আগামহীন ভাবে চুরির ঘটনা অব্যাহত রয়েছে। প্রতিদিন সাব্রুমের কোন না কোন জায়গাতে চুরির খবর শুনতে পাওয়া যায়। সাব্রুমের বি.কে.পল্লী গ্রাম পঞ্চায়েতের আট পরিবারের প্রায় ২৫-টি ছাগল গতকাল ভর দুপুরে সাব্রুমের অফিস টিলা থেকে চুরি করে নিয়ে যায় চোরের। চুরি যাওয়া ছাগলের বেশ কয়েকজন মালিকের অভিযোগ গতকাল রবিবারদিন অফিস টিলাতে লোকজনরা আসে না।
রবিবারদিন পুরো অফিসটিলা নির্জন থাকে। আর এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে গতকাল ভর দুপুরে দুইটি লোক মাথায় হেলমেট লাগিয়ে একটি ইকু গাড়িতে ২৫-টি ছাগল চুরি করে নিয়ে যায়। আবার অন্যদিকে সাব্রুমের আনন্দ পাড়ারতে গতকাল গভীর রাতে চিত্তরঞ্জন বসাকের বাড়ি থেকে প্রায় আড়াই কুইন্টাল রাবার সিট চুরি করে নিয়ে যায়। এই নিয়ে সকলেই সাব্রুম থানায় লিখিত অভিযোগ করেন চুরি যাওয়া মালিকরা। এখন দেখার বিষয় সাব্রুম থানার পুলিশ কতটুকু সক্রিয় হয় চোরের উপদ্রব থেকে নিস্তার লাগবে ?
AGULI STAFF DESK