AGULI 01-08-2022: আজ ৪৩ করবুক মন্ডলের বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে ৩০২ পরিবারের ৮২৪ জন ভোটার তিপ্রামথা , সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির দলে সামিল হন ।
প্রসঙ্গত উলেখ্য গতকালও মুখ্যমন্ত্রী হাত ধরে এবং তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে বিভিন্ন বিরোধীদল থেকে সমর্থকরা রাজ্যের ভিন্ন দুটি জায়গায় দলত্যাগ করে শাসক দলে যোগদান করে ।
বর্তমান সরকারের সময়ই আগরতলা বিমানবন্দরের নামাকরণ মহারাজা বীর বিক্রমের নামে করা হয়েছে, জনজাতি অধ্যুষিত ১২টি ব্লক কে এস্পিরেশানাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে, জনজাতিদের কাছ থেকে এমএসপির মাধ্যমে বনজ সম্পদ ক্রয় করার লক্ষ্যে ৩২ টি বনধন ক্লাস্টার গড়া হয়েছে। তাই জনজাতি অংশের মানুষজনদের মধ্যে বিজেপির ওপর আস্থা বেড়েছে।
বামফ্রন্ট তাঁদের ৩৫ বছরের শাসনে জনজাতিদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, তাঁদের কোন প্রকৃত উন্নয়ন করেনি। বর্তমান সরকার জনজাতিদের জন্য তিনটি কলেজ হোস্টেল নির্মাণে পরিকল্পনা নিয়েছে। শিলঙেও ১০০ শয্যার একটি বয়েজ হোস্টেল করার চেষ্টা চলছে। বর্তমান এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের জন্য উদ্যোগ নিয়েছে সরকার। সকল জনজাতি অংশের লোকজনদের যাতে উপযুক্ত সংখ্যক প্রতিনিধি সেখানে থাকে তার জন্য আসন সংখ্যা বাড়িয়ে ৫০টি করার পরিকল্পনা রয়েছে।
জনজাতি এলাকায় ১৬ টি মডেল একলব্য স্কুল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে, এর মধ্যে চারটি এখন চলছে । ব্রু রিয়াং শরণার্থী সমস্যার সমাধান, জনজাতি এলাকার জীবনমান উন্নয়নে প্রায় ১৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ সহ আরো বিস্তৃত পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। সরকারের এই পরিকল্পনায় আস্থা রেখে যারা আজ করবুকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।