বিজেপিতে যোগদিলেন সিপিএম বিধায়ক মবস্বর আলী ও তৃণমূল নেতা সুবল ভৌমিক,
আগরতলা, ২৭ জানুয়ারি : বিজেপিতে যোগ দিলেন কৈলাশহর কেন্দ্রের সিপিএম বিধায়ক মবস্বর আলী এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিক। শুক্রবার নতুন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন এই দুই নেতা। মবস্বর আলী ও সুবল ভৌমিককে দলীয় উত্তরীয় ও পুস্পস্তবক দিয়ে বরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
রাজ্য রাজনীতির এই দুই গুরুত্বপূর্ণ নেতাকে বিজেপি দলে বরণ করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উত্তর পূর্বে উন্নয়ন সাধিত হচ্ছে, তাতে আকৃষ্ট হয়ে বিজেপি পরিবারে যুক্ত হলেন এই দুই নেতা। সিপিএম দল ত্যাগ করে মবস্বর আলী এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সুবল ভৌমিক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায় তাঁদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য রাজনীতিতে এই দুই গুরুত্বপূর্ণ নেতা ভারতীয় জনতা পার্টি পরিবারে যুক্ত হওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরো শক্তিশালী হল । মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাতে মানুষের ভীষণ আস্থা রয়েছে। মানুষের এই আস্থাকে ভর করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী নির্বাচনে বিজেপি দল ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সিপিএম বিধায়ক মবস্বর আলী বলেন, বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের সংযোগ, গরিব সাধারণ মানুষকে পাকা ঘর দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, তাতে গরিব সাধারণ মানুষের উপর সুদূরপ্রসারী প্রভাব পড়ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ত্রিপুরা দারুন ভাবে উপকৃত হচ্ছে। তার প্রতি আকৃষ্ট হয়েই তিনি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন । তাঁর আবেদন গ্রহণ করায় বিজেপি দলকে ধন্যবাদ জানান।
সুবল ভৌমিক বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাসহ উত্তর পূর্বে প্রভূত উন্নয়ন সাধিত হচ্ছে । এই উন্নয়নের ধারায় তিনিও যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করেছেন। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
মবস্বর আলী এবং সুবল ভৌমিককে বিজেপি দলে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান দলের উত্তরপূর্ব ভারতের কো-অর্ডিনেটর ডঃ সম্বিত পাত্রা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য প্রভারী ডঃ মহেশ শর্মা, বিজেপির মিডিয়া কো-অর্ডিনেটর অনিল বালোনি প্রমূখ।