Aguli 16-09-2022: শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজে মুসলিমদের মসজিদের পাশ্ববর্তী জায়গায় অনেক বছর পুরানো কবর স্থান রয়েছে বলে জানান মুসলিমরা। উনাদের অভিযোগ বিগত ৪ বছর যাবৎ মুসলিম লোকজনেরা মারাগেলে সঠিকভাবে কবর দেওয়াযাচ্ছেনা। অভিযোগ পাশ্ববর্তী এলাকায় ব্রু সংগ্রমার মন্দির গরে তোলায় ব্রু সংগ্রমার লোকজনেরা কবর দিতে বাধাদান করছে। শুক্রবার পুনরায় কবর দেওয়াকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুরে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টিহয়েছে।
ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি সপ্তপর্নী মজুমদার, ডি সি অনুপম চক্রবর্তী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমার নেতৃত্বে ঘটনাস্থলে মোতায়েনকরাহয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময় সকলের উপস্থিতিতে দুইপক্ষের সঙ্গে কথাবলে মুসলিমদের কবরের জন্য জায়গা নির্ধারিত করে দেওয়াহয়। এই বিবাদ নিয়ে ডি সি সপ্তপর্নী মজুমদার সংবাদমাধ্যমের সামনে জানান বিগতদিনে শান্তির বাজার মহকুমা শাসকের নির্দেশ ক্রমে এই জায়গায় কবর দেওয়া নিসিদ্ধ বলে ঘোষনা করেছেন।
তাই উনাদের কবর দেওয়ার জন্য প্রসাশনের পক্ষথেকে জায়গা নির্ধারন করে দেওয়াহয়েছে। এরমধ্যে যদি মুসলিম দের কোন প্রকার আবেদন থাকে তা লিখিত আকারে জমা করতে পারবেন বলে জানান ডি সি। অপরদিকে মুসলিমদের পক্ষথেকে জানানো হয় ব্রু সংগ্রমা জোর পূর্বক উনাদের কবরের জায়গা দখল করে নিয়েযাচ্ছে। এতেকরে উনাদের সমস্যার সন্মুখিন হতেহচ্ছে। এইনিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মুসলিমদের পক্ষথেকে প্রসাশন ও রাজ্য সরকারের প্রতি বিশেষ আহব্বান জানানোহয় যাতেকরে এই বিষয়ে সঠিকপদক্ষেপ গ্রহন করে। যাতেকরে আগামীদিনে কবর দেওয়াকে কেন্দ্র করে কোনোপ্রকার বিবাদ নাঘটে। সালথাংমনু এলাকায় যে জায়গা নিয়ে দুইপক্ষের মধ্যে বিবাদ ঘটছে তা মূলত বনদপ্তরের জায়গা। সরকার জায়গা দখল করে উভয়পক্ষের মধ্যে প্রতিনিয়ত বিবাদ লেগেরয়েছে। এলাকাবাসী চাইছে প্রসাশন এই বিষয়ে দ্রুততার সহিত সঠিক পদক্ষেপ গ্রহন করুক। যাতেকরে এলাকায় অশান্তির বাতাবরন সৃষ্টি নাহয়। এখন দেখার বিষয় এই বিষয়ে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।